গণতন্ত্র ফিরিয়ে আনতে মানুষ আবার যুদ্ধ শুরু করেছে: ঢাকার সমাবেশে গয়েশ্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ এখন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করছে।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির চূড়ান্ত বিভাগীয় সমাবেশে তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল স্বাধীন হওয়ার জন্য। এখন মানুষ আবার যুদ্ধ শুরু করেছে গণতন্ত্র ফিরিয়ে আনতে।'
বিএনপির এই নেতা আরও বলেন, 'দেশে ৫ বছরের রিজার্ভ আছে। শেখ হাসিনার কাছে, তার আত্মীয়-স্বজনের কাছে আছে। তাদের কাছে খুঁজলেই সব পাওয়া যাবে।'
বিএনপির আরেক নেতা সেলিনা রহমান তার বক্তব্যে বলেন, চরম নির্যাতন সহ্য করেও জনগণ ঘুরে দাঁড়িয়েছে।
তিনি বলেন, 'আজকে যতই আমাদের ফেলে দেওয়ার চেষ্টা করুক না কেন, আজকে যে আন্দোলনের ঘোষণা হবে সেই আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকব।'
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির সমাবেশ বানচাল করতে সরকার হরতাল ডেকেছে।
তিনি বলেন, 'আজকে ঢাকায় হরতাল পালন হচ্ছে। সরকার হরতাল ডেকেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকার প্রবেশমুখে হাতে অস্ত্র নিয়ে পিকেটিং করছে। এরা সন্ত্রাস সৃষ্টি করেছে সারা বাংলাদেশে।'
এই মুহূর্তে দেশের ওপর সরকারের কোনো কর্তৃত্ব আছে কি না, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আমীর খসরু বলেন, 'যে সরকারের হরতাল ডাকতে হয়, পিকেটিং করতে হয়, এরা কি সরকারে আছে? আমার তো মনে হয় না যে বাংলাদেশে কোনো সরকার আছে।'