সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ফের আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ৩ টায় ডিপোর পণ্য রাখার শেডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া বলেন, "আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুইটি গাড়ি কাজ করছে।"
এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান তিনি।
তবে, এ অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বছরের ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৫১ জন প্রাণ হারায়, আহত হন দুই শতাধিক মানুষ।
বিএম ডিপোর অগ্নিকাণ্ডে রপ্তানি পণ্য বহনকারী ১৫৪টি এবং আমদানি পণ্য বহনকারী দুটি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়।
এর পরদিনই চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ডিপোর সব কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু চাহিদার তুলনায় ডিপোর সংখ্যা কম থাকায় আমদানি-রপ্তানি পণ্য হ্যান্ডলিং নিয়ে দেখা দেয় জটিলতা।
এ অবস্থায় বিএম ডিপোর কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়ে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন। অবশেষে ২২ আগস্ট কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে বিএম কন্টেইনার ডিপোতে খালি কন্টেইনার রাখার অনুমতি দেয়।
অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, চট্টগ্রামে প্রায় ৭৮ হাজার টিইইউএস সম্মিলিত ক্ষমতাসম্পন্ন ১৯টি ব্যক্তিগত আইসিডি রয়েছে।
এর মধ্যে বিএম ডিপোর কনটেইনারের ধারণ ক্ষমতা সাড়ে ৬ হাজার টিইইউএস। আমদানি-রপ্তানি এবং খালি কন্টেইনারসহ প্রতি মাসে ১০ হাজার কনটেইনার হ্যান্ডেল করা হয় এখানে।