‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়, দায়িত্ব নিয়ে খেলো’- লিটনকে সিরাজ
মাঠে বাকি ক্রিকেটারদের চেয়ে পেসারদের শারীরিক ভাষা আলাদা থাকে। গতির কারণে আগ্রাসী মনোভাবের হন পেসাররা। ব্যাটসম্যানদের মনোযোগ নড়াতে আগ্রাসনের সঙ্গে বাঁকা কথাও ছুড়ে দেন কেউ কেউ। ক্রিকেটের ভাষায় যেটাকে বলা হয় 'স্লেজিং'।
ব্যাপারটি ক্রিকেটে অনুমোদিত, অনেক ম্যাচেই বোলারদের পাশাপাশি ফিল্ডারদেরও স্লেজিং করতে দেখা যায়। কখনও কখনও ব্যাটসম্যানও দেন পাল্টা জবাব, তাতে অনেক সময়ই পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। বাংলাদেশ-ভারতের মধ্যকার চট্টগ্রাম টেস্টে দেখা গেল এমন দৃশ্য।
বাংলাদেশের প্রথম ইনিংসে লিটন কুমার দাসকে তাতিয়ে দিতে তাকে ফরম্যাট মনে করিয়ে দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। যা স্বভাবতই ভালো লাগেনি লিটনের। বাংলাদেশের এই ব্যাটসম্যান মেজাজ হারিয়ে কথার লড়াইয়ে জড়ান সিরাজের সাথে।
সে সময় লিটনকে কী বলেছিলেন সিরাজ? দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তা জানালেন ডানহাতি এই পেসারই। লিটনের সঙ্গে কী নিয়ে কথা হচ্ছিল জানতে চাইলে সিরাজ বলেন, 'লিটনের সাথে তখন তেমন কিছু হয়নি। আমি শুধু তাকে বলছিলাম এটা টি-টোয়েন্টি ক্রিকেট নয়, দায়িত্ব নিয়ে ব্যাটিং করো।'
ভারতের প্রথম ইনিংসে করা ৪০৪ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫ রানেই হারায় ২ উইকেট। দলের কঠিন অবস্থাতেও লিটন ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। দশম ওভারে উমেশ যাদবকে টানা তিনটি চার মারেন তিনি। ২৬ বলে ৫ চারে ২৪ রান করে চা বিরতিতে যান বাংলাদেশের এই ব্যাটসম্যান।
বিরতি থেকে ফিরেই সিরাজের সঙ্গে কথার লড়াই হয় লিটনের। বিরতির পর সিরাজের করা চতুর্থ ওভারের প্রথম বলে পরাস্থ হন লিটন। তখন তার দিকে এগিয়ে গিয়ে সিরাজ ফরম্যাট নিয়ে কথা বলেন। লিটনও এগিয়ে কিছু একটা বলতে থাকেন। এই ঘটনার পরের বলেই দিক হারান লিটন।
যেন লিটনকে বিগড়ে দিয়ে এভাবে তার উইকেটটি তুলে নিতেই সিরাজের এই কৌশল! ভারতীয় পেসারের বলে লাইনেই ব্যাট চালান লিটন। কিন্তু প্রত্যাশা অনুযায়ী ব্যাটে-বলে হয়নি। বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটের ফাঁক গলে এক ড্রপে বল গিয়ে স্টাম্পে লাগে, উল্লাসে মাতেন সিরাজ। বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৫টি চারে ২৪ রান করেন লিটন।