ছাড় দেয়া ঋণের সুদ আয়খাতে নিতে পারবে ব্যাংক
চলতি বছর গ্রাহকের ঋণ পরিশোধে ছাড় দেয়া মেয়াদি শিল্পঋণ, সিএমএসএমই ও কৃষিঋণের ওপর আরোপিত সুদ ব্যাংকগুলোর আয়খাতে দেখানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি সুদৃঢ় ও 'শক এবজর্বিং ক্যাপাসিটি' বৃদ্ধির লক্ষ্যে এমন সুবিধা দেয়া হয়েছে।
এর আগে ২২ জুন কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ও বহির্বিশ্বে যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে মেয়াদি ঋণ ও সিএমএসএমই এবং কৃষি খাতের ঋণ পরিশোধে চলতি বছরের জন্য ছাড় দেয়া হয়।
সেই সার্কুলারে বলা হয়, সুবিধাপ্রাপ্ত ঋণের সুদ আয়খাতে স্থানান্তরকরণ ও ঋণের প্রভিশন সংরক্ষণ বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে।
সেই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এমন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় ব্যাংকগুলোকে সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে ২% অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হবে। এছাড়া সিএমএসএমই খাতের সুবিধাপ্রাপ্ত ঋণের বিপরীতে অতিরিক্ত ১% প্রভিশন রাখতে হবে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, "ব্যাংকগুলো আমদানি ব্যয় বৃদ্ধিসহ নানা কারণে তারল্য সংকটে রয়েছে। এছাড়া বছর শেষে ব্যাংকগুলোকে বিভিন্ন ধরণের ট্যাক্স দিতে হয়। যদি ব্যাংকগুলো ঋণের সুদ আয়খাতে না নিতে পারে তাহলে তাদের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে তাই ব্যাংকগুলোকে এ সুবিধা দেয়া হয়েছে।"
এদিকে গত ১৮ ডিসেম্বর ব্যবসায়ীদের মেয়াদি ঋণের ক্ষেত্রে নতুন করে ঋণ পরিশোধের সুবিধা দেয়া হয়। এর ফলে কিস্তির ৫০ শতাংশ অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না যেখানে আগে ৭৫ শতাংশ অর্থ জমা দিতে হতো।
তবে এমন সুবিধা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করবে বলে মন্তব্য করেন ব্যাংকাররা।
ওয়েল ও লুব্রিকেন্টস আমদানিতে এলসি মার্জিনের শর্ত শিথিল
বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টস সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস আমদানিতে এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার এমন সুবিধা দিয়ে একটি সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া আছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন চলমান ও বাজারে লুব্রিকেন্টসের সরবরাহ স্বাভাবিক রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি এলসি মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে হবে।