দেশে কৃষি জমি কমেছে, বেড়েছে গরু-ছাগল
১১ বছরে সারা দেশে নিট আবাদি জমি প্রায় ৪ লাখ একর কমেছে। ২০০৮ সালে ফসলি জমির পরিমাণ ছিল ১.৯ কোটি একর, ২০১৯ সালে এই পরিমাণ কমে ১.৮৬ কোটি একরে নেমে এসেছে।
তবে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত কৃষি শুমারি রিপোর্ট ২০১৯-এর তথ্য অনুযায়ী, ২০০৮ সালে কৃষি পরিবারের সংখ্যা ছিল ১.৬৮ কোটি হলেও ২০১৯ সালে তা বেড়ে ১.৫১ কোটি হয়েছে।
দেশে নিট আবাদযোগ্য জমির পরিমাণ ১.৮৬ কোটি একর। এর মধ্যে অস্থায়ী আবাদি জমি ১.৬৪ কোটি একর এবং স্থায়ী আবাদি জমির পরিমাণ মোট ১৯.৭০ লাখ একর।
বিবিএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুমারির প্রতিবেদনে দেখা গেছে, ২০১৯ সালের আদমশুমারিতে ২০০৮ সালের তুলনায় আউশ ফসল আবাদের জমি কিছুটা কমেছে, তবে আমন, বোরো, আলু, গম, ভুট্টা, পাট ইত্যাদি ফসলের আবাদের জমি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া গরু, মহিষ ও মুরগিসহ গবাদি পশু ও হাঁস-মুরগির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
কৃষি শুমারি ২০১৯ অনুসারে, দেশে মোট গরুর সংখ্যা ২.৯৪ কোটি, যা ২০০৮ সালে ছিল ১.৬৩ কোটি। আর ছাগলের সংখ্যা বর্তমানে ১.৯৪ কোটি, যা ২০০৮ সালে ছিল ১.৬৩ কোটি। এছাড়াও মোরগ, মুরগি এবং হাঁসের সংখ্যা ২০০৮ সালের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়ে ২৭.৩৮ কোটিতে দাঁড়িয়েছে। ২০০৮ সালে এসবের সংখ্যা ছিল ১৩.৭২ কোটি।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।