বৈদ্যুতিক তারে ফানুস, ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল শুরু
ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য গতকাল রাতে ওড়ানো বেশকিছু ফানুস মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রোববার (১ জানুয়ারি) রেল চলাচল দুই ঘণ্টা বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, "মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস এসে পড়েছিল। তাই দুর্ঘটনা এড়াতে আমাদের কিছু সময় রেল চলাচল বন্ধ রাখতে হয়েছে।"
তবে বেলা ১০ টা ৫ মিনিটে মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়। প্রথম ট্রেনটি উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায়। এরপর ১০টা ২০ মিনিটে ট্রেনটি আবার উত্তরা স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।