ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ ৪.২৩ শতাংশ বেড়েছে
সদ্য সমাপ্ত ২০২২ সালের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪.২৩ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, গত বছরের ডিসেম্বরে দেশে ১.৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
২০২১ সালের ডিসেম্বরে প্রবাসী কর্মীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১.৬৩ বিলিয়ন ডলার।
গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ১০.৪৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০.২৪ বিলিয়ন ডলার।
শিল্পসংশ্লিষ্টরা বলেন, অফশোর আয় কিছুটা কমেছে। পাশাপাশি অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন গত বছর রেমিট্যান্সের বিনিময় হার ঠিক করে দেওয়ার পর অবৈধভাবে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ লেনদেন বাড়ে।
তারা বলেন, সরকার ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার বন্ধ না করলে হুন্ডির জনপ্রিয়তা কমবে না।
হুন্ডির চাহিদা যতদিন থাকবে ততদিন রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন তারা।
তারা বলেন, রেমিট্যান্স বাড়াতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর হতে হবে।