'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল'
সদ্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়তে হয়েছে রমিজ রাজাকে। চেয়ারম্যান থাকাকালীন তিনি সাড়ে ষোলো কোটি পাকিস্তানি রুপি মূল্যের একটি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতেন। সেটি তিনি কেন করতেন এবং কার অর্থে কেনা এসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রমিজ রাজাকে।
বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করার কারণ সম্পর্কে রমিজ রাজা জানান, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। সেজন্যই নিজের নিরাপত্তার স্বার্থে তিনি সেই গাড়িটি ব্যবহার করতেন।
রমিজ রাজা জানান, অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। যার ফলে, নিজের জীবনের নিরাপত্তাজনিত কারণে গাড়িটি বোর্ডের টাকায় কিনেছিলেন তিনি, 'বুলেটপ্রুফ গাড়িটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পত্তি। এটি আমার পরে যারা প্রধান হবেন, তারাও ব্যবহার করতে পারবেন। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। যার ফলে আমি এই গাড়িটি নিয়ে ভ্রমণ করতাম।'
তবে হুমকির ব্যাপারে বিস্তারিত জানাতে রাজি হননি রমিজ, শুধুমাত্র সংক্ষেপে এই বিষয়ে সাংবাদিকদের বলেন তিনি, 'আমি হুমকির বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। শুধু জেনে রাখুন, অস্ট্রেলিয়ার সিরিজের সময় আমাকে হত্যার হুমকিটি দেওয়া হয়েছিল। ২০২২ সালের মার্চে এটি ঘটেছে, তখন ডিআইজি সাহেব আমার বাসায় এসেছিলেন।'
উল্লেখ্য, রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। এরপরেই রমিজের সঙ্গে বাদানুবাদ হয় নতুন কমিটির সদস্যদের। তার বিরুদ্ধের আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সদস্যরা।