টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোচ ম্যাথু হেইডেন
আসন্ন টি–২০ বিশ্বকাপে পাকিস্তানের কোচের ভুমিকায় দেখা যাবে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ম্যাথু হেইডেনকে; বোলিং কোচ থাকবেন ভার্নন ফিল্যান্ডার। সোমবার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা।
টি–২০ বিশ্বকাপের ঠিক একমাস আগে পদত্যাগ করেছেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। তাই তড়িঘড়ি কোচের সন্ধানে নামতে হয় পিসিবিকে। রমিজ রাজা বলেন, 'হেইডেন দলের মধ্যে আগ্রাসী মনোভাব নিয়ে আসবেন। ও নিজে বিশ্বমানের ক্রিকেটার। বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। ড্রেসিংরুমে একজন অস্ট্রেলিয়ান থাকা পাকিস্তান দলের কাছে বড় প্রাপ্তি।'
ফিল্যান্ডার সম্পর্কে রমিজ বলেন, 'ওকে আমি খুব ভাল করে চিনি। অস্ট্রেলিয়াতে ওর রেকর্ড খুব ভাল। বোলিংয়ের নাড়িনক্ষত্র বোঝে। দু'জনের অন্তর্ভুক্তিই আমাদের খুবই সাহায্য করবে।' মিসবাহ, ওয়াকারদের আকস্মিক পদত্যাগের পর নড়েচড়ে বসে পাকিস্তান থিঙ্কট্যাঙ্ক। অন্তর্বর্তী কোচ করা হয় সাকলাইন মুশতাক এবং আবদুল রাজ্জাককে।