দিল্লিতে তরুণীকে চাপা দিয়ে কয়েক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গেল গাড়ি
১ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে ২০ বছর বয়সি এক তরুণীর বীভৎস মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা দেশ। খবর বিবিসির।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, ইভেন্ট ম্যানেজার ওই তরুণী বছরের প্রথম দিন ভোর বেলায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় একটি গাড়ি এসে পেছন থেকে তার স্কুটারে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, ধাক্কা দেওয়ার পর তরুণী গাড়ির সঙ্গে আটকে যান। ওই অবস্থায়ই তরুণীকে কয়েক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যান গাড়ির চালক। গাড়িতে চালকের সঙ্গে আরও চারজন যাত্রী ছিলেন।
বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে গাড়ির নিচে আটকে যাওয়া তরুণীর দেহ দেখা গেছে। বিবস্ত্র অবস্থায় রাস্তা থেকে তরুণীর দেহ উদ্ধার করা হয়।
টাইমস অভ ইন্ডিয়াসহ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, গাড়ির আরোহীরা প্রত্যেকেই মাতাল ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে তাদের ফোন করে জানানো হয়, একটি মারুতি ব্যালেনো গাড়িতে করে এক নারীকে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি ফোন কলে জানানো হয়, উত্তর দিল্লির রাস্তায় একজন নারীকে পড়ে থাকতে দেখা গেছে। এরপরই পুলিশ ওই গাড়ির খোঁজে নামে।
অনুসন্ধানের পর ওই গাড়ি ও অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ৩১ ডিসেম্বর রাতে এক বন্ধুর কাছ থেকে গাড়িটি ধার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। অভিযুক্তরা ওই নারীর দেহ রাস্তায় ফেলে পালিয়ে যান বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে মৃত তরুণীর আত্মীয়রা অভিযোগ করেছেন, তাকে হত্যার আগে যৌন হেনস্তা করা হয়েছিল। উল্লেখ্য, ওই তরুণী ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।
টাইমস অভ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নিহত তরুণীর মা প্রশ্ন তুলেছেন, তার মেয়েকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে কেন?
সোমবার স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সুলতানপুরী পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ করেন।
তবে নিহত তরুণী যৌন হেনস্তার শিকার হয়েছেন কি না, পুলিশ তা নিশ্চিত করেনি।
এদিকে ঘটনাটি নিয়ে ভারতের রাজধানীতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) শহরে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। উল্লেখ্য, শহরের পুলিশবাহিনীর ওপর আপের নিয়ন্ত্রণ নেই। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করে।
সোমবার লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবিতে তার অফিসের বিক্ষোভ করেন আপের সদস্যরা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরও কেন্দ্রীয় সরকারই নিয়োগ দেয়।