হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় মেটাডোর ইন্ডাস্ট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের ৪ জন একই পরিবারের। তারা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মাদানগর গ্রামের আতিকুর রহমান শিহাব (১৫), আব্দুস সালাম (৩২), সাদিয়া আক্তার ও তার দুই বছরের শিশুকন্যা। এছাড়া, একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫) নিহত হন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম মিয়া জানান, রাতে মালয়েশিয়া প্রবাসী রাজু আহমেদকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ভোর আড়াইটার দিকে হবিগঞ্জের শাহপুর এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
একই সময়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ৫ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দুইজন মারা যান।
গুরুতর আহত নূরুল হক, মালয়েশিয়া প্রবাসী রাজু আহমেদ ও প্রবাসীর ছোট ভাই নিশাত ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই জসিম মিয়া বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।"
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনের মরদেহ এখনও থানায় রয়েছে। এছাড়া, দুর্ঘটনার শিকার তিনটি গাড়িই আটক করেছে পুলিশ।