দেখতে খারাপ বলে একসময় প্রত্যাখ্যাত হয়েছিলেন, আজ তারাই বলিউডের শীর্ষ তারকা!
বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যারা নিজেদের প্রতিভার জোরে অনেক খ্যাতি অর্জন করেছেন। ছোট শহর থেকে এসে অভিনয় জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু এই তারকারাই একসময় তাদের বাহ্যিক লুক বা চেহারার কারণে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এই অভিনেতাদের মধ্যে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, রণবীর সিং এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো বড় তারকারাও রয়েছেন।
শাহরুখ খান
টেলিভিশন থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান। দেখতে খারাপ বলে শুরুর দিকে একাধিক জায়গা থেকে প্রত্যাখ্যা্ত হয়েছিলেন তিনি; টিভি সিরিয়ালে হিরোর চরিত্র দেওয়া হয়নি তাকে। বর্তমানে তিনি বলিউডের কিং খান। তিন দশকের ওপরে বলিউড ক্যারিয়ার অনেক কিছু দিয়েছে অভিনেতাকে, তা নিজেই স্বীকার করেন শাহরুখ।
অমিতাভ বচ্চন
শতাব্দীর সেরা মেগাস্টার অমিতাভ বচ্চনকে তার উচ্চতার কারণে প্রত্যাখ্যাত হতে হয়েছিল, একথা অনেকেরই জানা। কিন্তু হাল ছাড়েননি অমিতাভ। এখন বড় পর্দা হোক বা ছোট পর্দা, বিজ্ঞাপন জগত কিংবা রিয়েলিটি শো-সবখানেই রাজত্ব বিগ বি'র।
রণবীর সিং
প্রথম দিকে বলিউডে কাজ পেতে ঘাম ছুটে গিয়েছিল রণবীর সিংয়ের। তিনি নাকি দেখতে অনেকটা উত্তর ভারতীয়দের মতো, সে কারণে প্রত্যাখ্যাত হয়েছিলেন। রণবীর নিজেই একথা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
ধানুশ
দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও অভিনয় করেছেন সুপারস্টার ধানুশ। তবে নিজের লুকের কারণে আগেও অনেক জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। আজ সেই ধানুশই দক্ষিণের সবচেয়ে নামী অভিনেতাদের মধ্যে একজন।
নওয়াজউদ্দিন সিদ্দিকী
অন্যান্য বলিউড তারকা বা নায়কদের মতো যে নন নওয়াজউদ্দিন সিদ্দিকী, তা আগেও বহুবার প্রমাণ পাওয়া গেছে। এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন, তার চেহারা এবং গায়ের রঙের কারণে তাকে অভিনয়ের সুযোগ দিতে চাননি অনেক পরিচালক-প্রযোজক।
গোবিন্দ
বলিউড অভিনেতা গোবিন্দ তার সময়ের সবচেয়ে জনপ্রিয় এক অভিনেতা ছিলেন। একসময় এক বছরে কয়েক ডজন ছবির জন্যও প্রস্তাব পেয়েছেন গোবিন্দ। তিনিও জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে নিজের চেহারার কারণে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি।
রাজকুমার রাও
ছবিতে মুখ্য ভূমিকায় সুযোগ পাওয়ার জন্য একটার পর একটা অডিশন দিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও। চেহারা ভালো নয় এবং হিরো হওয়ার জন্য যতটা উচ্চতা থাকা প্রয়োজন তা নেই, সে কারণে বিভিন্ন সময় প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা।