কক্সবাজারে র্যাবের সঙ্গে গোলাগুলি, জামায়াতুল আনসারের শীর্ষ নেতা গ্রেপ্তার
সোমবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, আজ সকালে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ নতুন জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া'-এর সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য রণবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া ও আইন) মোঃ আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকাল থেকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান শুরু হয়।
"নতুন জঙ্গি সংগঠন 'জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া-এর শীর্ষ এক নেতা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। সংগঠনের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়," যোগ করেন তিনি।
র্যাবের সঙ্গে জঙ্গি সংগঠনের সদস্যদের এখনও গুলিবিনিময় চলছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর ওই কর্মকর্তা।