পল্লবী স্টেশন থেকে যাত্রী তুলতে শুরু করেছে মেট্রোরেল
বুধবার (২৪ জানুয়ারি) সকালে পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠতে পারছেন যাত্রীরা।
আজ সকাল ৮টা ৩৪ মিনিটে প্রথমবারের মতো একটি মেট্রোরেল পল্লবী স্টেশনে থামে। স্টেশনে ৩০ সেকেন্ড অপেক্ষার পর যাত্রী নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
স্টেশন কন্ট্রোলার (পল্লবী) মাসুদ রানা জুয়েল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যাত্রীরা তিনটি গেটের মাধ্যমে স্টেশনে প্রবেশ করেন। গেটগুলো সকাল ৮টার আগেই খুলে দেওয়া হয়েছিল।
তবে পল্লবী স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি।
এদিকে, অনেকের কাছে ২০১৯ সালের আগে মুদ্রিত টাকার নোট থাকায় তারা ভেন্ডিং মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে পারেনি।
পাশাপাশি যাত্রীদের সহায়তায় স্টেশনে কর্মরত রোভার স্কাউট মো. ওয়াহিদুজ্জামান সোহাগ বলেন, "টিকিট ভেন্ডিং মেশিনের মধ্যেও কোনো ভাংতি টাকা নেই।"
"এ কারণে আমরা যাত্রীদের ম্যানুয়ালি স্টেশনের ভেতরের কাউন্টার থেকে টিকিট ক্রয় এবং সংগ্রহ করতে বলছি।"
এরমধ্যে পল্লবী স্টেশনের ছয়টি টিকিট ভেন্ডিং মেশিনের মধ্যে একটি আজ সকালেই কাজ বন্ধ করে দেয়।
যোগাযোগ করা হলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (পরিবহন) ইফতেখার হোসেন বলেন, "টিকিট ভেন্ডিং মেশিনগুলো নতুন। যাত্রীরা পুরানো নোট ব্যবহার করায় এর মধ্যে গোলযোগ হয়েছে। বিষয়টি ইতোমধ্যেই সমাধান করা হয়েছে।"
আজ সকালে মেট্রোরেল ব্যবহার করা যাত্রীদের একজন মিরপুরের সুমাইয়া আক্তার বলেন, "আমার অফিস কারওয়ান বাজারে। এই মেট্রো স্টেশনটি চালু হওয়ায় আমার অনেক সুবিধা হলো। এখন আমি কোনো ঝামেলা ছাড়াই সময়মতো অফিসে পৌঁছতে পারবো। "
অন্যদিকে শুধু স্টেশন দেখতে আসা এম এ মৃধা সোহাগ বলেন, "পল্লবী স্টেশনটি আজ প্রথম খুললো। এই অভিজ্ঞতা নিতে এসেছি। তবে আমি আমার এমআরটি পাস সংগ্রহ করতে চেয়েছিলাম। আমাকে বিকেলে আসতে বলা হয়েছে।"