১০ দফা দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
গ্যাস ও বিদ্যুতের দাম কমানো, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়াসহ ১০ দফা দাবিতে ঢাকাজুড়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ২৮ জানুয়ারি বাড্ডার সুবাস্তু থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত বিক্ষোভ মিছিলে অংশ নেবে বিএনপির উত্তর সিটি ইউনিট।
৩০ জানুয়ারি দুপুর ২টায় দলের দক্ষিণ সিটি ইউনিট যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে।
আর ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত অনুষ্ঠিত হবে আরেকটি র্যালি।
বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি) ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভের আয়োজন করে বিএনপি।
সমাবেশে বিএনপি নেতারা ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগের একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রবর্তনের বিরুদ্ধেও প্রতিবাদ জানান।