রংপুরেই দাফন করা হচ্ছে এরশাদকে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে রংপুরে তার বাসস্থান পল্লী নিবাসের লিচু বাগানে দাফন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন দলের নেতারা।
মঙ্গলবার দলের উপ প্রেস সচিব খন্দকার দেলওয়ার জালালী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদের মৃত্যুর পর থেকে রংপুরের জনগন তাদের নেতাকে সেখানে কবর দেয়া দাবি জানিয়ে আসছিল। সোমবার এরশাদের জন্য তারা সেখানে একটি কবরও খুঁড়ে রাখে।
মঙ্গলবার দুপুরে এরশাদের মরদেহ রংপুর নিয়ে যাওয়া হয়। দুপুর ১টা ৪৫মিনিটে হেলিকপ্টারে করে তার মরদেহ রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে গার্ড অব অনার দেয়া হয়।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এরশাদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ রংপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। সেখানেই আড়াইটার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
রংপুর-৩ আসন থেকে টানা ছয়বার নির্বাচন করে ছয়বারই নির্বাচিত হয়ে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ।
সাবেক এই সেনা শাসক গত রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। ১৯৩০ সালে জন্ম নেয়া এরশাদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।