মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীকে রোববার সিলেটে দাফন করা হবে, জানালেন মেয়ে সামিরা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগামী রোববার (২৯ ডিসেম্বর) সিলেট নেওয়া হবে।
হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তার বাবার লাশ সিলেটে নেওয়া হবে। রোববার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বাদ আছর কানাইঘাট উপজেলায় প্রয়াত হারিছ চৌধুরী প্রতিষ্ঠিত 'শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা'র আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে।
সামিরা চৌধুরী জানান, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মারা যান। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদরাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
পরে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
পরবর্তীকালে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর তার লাশ সিলেটে দাফন করার পদক্ষেপ নেয় পরিবার।