কুয়েতে বাড়ল কারফিউ, লকডাউন ও ছুটির মেয়াদ
কুয়েতে 'জরুরি অবস্থার' সময়সীমা আরও ৩ ঘণ্টা বাড়িয়ে ১৬ ঘণ্টা করা হয়েছে। সরকারি ছুটি বাড়ানো হয়েছে আরও একমাস। অন্যদিকে, প্রবাসী অধ্যুষিত দুই এলাকা জিলিব আল সুয়েখ ও মাহবুলার লকডাউন দুই সপ্তাহ শেষে অনির্দিষ্টকালের জন্য বাড়ানাে হয়েছে।
কোয়ারেন্টিন ও কারফিউ লঙ্ঘণের মাত্রা বেড়ে যাওয়ায় করােনাভাইরাস প্রতিরােধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কুয়েত সরকার।
সােমবার সরকারি মুখপাত্র তারেক আল-মেজরেম এই তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ছুটি আগামি ২৮ মে পর্যন্ত বাড়ানাে হয়েছে। পরের দুদিন সরকারি ছুটির পর ৩১ মে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আবার শুরু হবে।
এর আগে, করােনাভাইরাসের কারণে ২৬ এপ্রিল পর্যন্ত জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।
আল-মেজরেম জানান, রমজান মাসের প্রথম দিন থেকে বিকাল ৪টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। বর্তমানে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি অবস্থা চলছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সােমবারের তথ্যমতে, আরও ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কুয়েতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ জনে। এরমধ্যে চিকিৎসাধীন ১ হাজার ৬১৯ জন, সুস্থ হয়েছেন ৩৬৭ জন, সঙ্কটাপন্ন ৩৯ জন।
অন্যদিকে, কুয়েতে এ পর্যন্ত ২ বাংলাদেশি নাগরিকসহ মারা গেছেন ৯ জন। সােমবার নতুন আরও ২ জনের মৃত্যুসংবাদ ঘােষণা করা হয়। তাদের একজন ৪৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এবং অন্যজন ৫৫ বছর বয়সী ভারতীয় নাগরিক।