মূল্যবৃদ্ধির আতঙ্কে পাকিস্তানের পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন
পেট্রোলের দাম ব্যাপক বাড়ানো হতে পারে, এমন গুজবে শনিবার (২৮ জানুয়ারি) পাকিস্তানের পেট্রোল পাম্পগুলোতে মানুষের লম্বা লাইন পড়ে গেছে। খবর ডন-এর।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ১ ফেব্রুয়ারি থেকে পেট্রোল ও ডিজেলের দাম ৪৫ থেকে ৮০ রুপি বেড়ে যাবে।
পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ানো হাসান ডনকে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে একটা প্রতিবেদনে দেখেছি ডলার ও আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধির কারণে তেলের দাম বেড়ে যাবে।'
পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশেই বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে।
কিন্তু পর্যাপ্ত পেট্রোল পাওয়া যাচ্ছে না অধিকাংশ জায়গাতেই।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্পকেন্দ্র গুরজানওয়ালা শহরের মাত্র ২০ শতাংশ পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে। এছাড়া রহিম ইয়ার খান, বাহাওয়ালপুর, শিয়ালকোট ও ফয়সালাবাদ শহরেও পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে।
তবে একজন কর্মকর্তা বলেছেন, পেট্রোলের মূল্যবৃদ্ধির গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। এসব গুজবকে গুরুত্ব না দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।