রেকর্ড লোকসানে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ
দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার ট্রান্সমিশন ফার্ম, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর'২২-ডিসেম্বর'২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি রেকর্ড লোকসানের সম্মুখীন হয়েছে।
এ সময়ে কোম্পানিটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫৩৪.৪৮ কোটি টাকায়, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫১৮.৬৯ কোটি টাকা।
একইসময়ে কোম্পানিটি লোকসান হয়েছে ৩৯২.৭১ কোটি টাকার, যা এক বছর আগেও নীট প্রফিটে ছিল ৬৬.৩৩ কোটি টাকা।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ৯৩ পয়সা।
পিজিসিবি বলছে, মোট ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানির আয় কমেছে। ব্যয় বৃদ্ধির প্রধান কারণ বৈদেশিক মুদ্রার ক্ষয়।
কোম্পানির সচিব মোঃ জাহাঙ্গীর আজাদ এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, উন্নয়নমূলক কাজের জন্য পিজিসিবি একাধিকবার বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়েছে।
"ডলারের বিপরীতে টাকার বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই ঋণের পরিমাণ গত বছরের তুলনায় অনেক বেশি। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের এই ওঠানামার জন্যই ব্যাপক লোকসান হয়েছে," যোগ করেন তিনি।