চট্টগ্রামে আকাশপথে সবজি রপ্তানি বন্ধের কর্মসূচি প্রত্যাহার
চট্টগ্রাম কাস্টম কর্মকর্তাদের হয়রানির প্রতিবাদে আকাশপথে সবজি রপ্তানি বন্ধ করার কর্মসূচি প্রত্যাহার করেছে সবজি রপ্তানিকারকরা। দাবি মানার আশ্বাসে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম ভেজিটেবল এক্সপোর্টার্স এসোসিয়েশনের সেক্রেটারি ফোরকান রুবেল।
এর আগে মঙ্গলবার সকালে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানি বন্ধ করে দেয় রপ্তানিকারকরা। আজ (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সবজি রপ্তানি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে একদিন সবজি রপ্তানি বন্ধ থাকায় দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যে প্রায় ১৫ মেট্রিক টন সবজি ও ফলমূল রপ্তানি করা সম্ভব হয়নি। এতে রপ্তানিকারকদের ক্ষতি হয়েছে প্রায় ৩০ হাজার ইউএস ডলার।
চট্টগ্রাম ভেজিটেবল এক্সপোর্টার্স এসোসিয়েশনের সেক্রেটারি ফোরকান রুবেল বলেন, কর্মসূচির পর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে জয়েন্ট কমিশনার নাজিউর রহমানের সাথে বৈঠক হয়। এরপর বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে সহকারী কমিশনার জয়নাল আবেদীনের সাথে বৈঠক হয়। বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে কর্মসূচি প্রত্যাহার করি।
এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার নাজিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি টিবিএসকে বলেন, সবজি রপ্তানিকারকদের সাথে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ছিলো। তারা বিষয়টি নিয়ে মঙ্গলবার আমার কার্যালয়ে আসে। বিষয়টি সমাধান হয়ে গেছে।