ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজার্ভেশন ফাউন্ডেশনের নতুন পরিচালনা পর্ষদ ঘোষণা
পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) নতুন বোর্ড অভ ডিরেক্টরস (পরিচালনা পর্ষদ) ঘোষণা করা হয়েছে। বোর্ডে চেয়ারম্যান পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান এবং নির্বাহী পরিচালক পদে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া নির্বাচিত হয়েছেন।
ডিরেক্টরি বোর্ডে নির্বাচিত বাকি ৫ সদস্য হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. শওকত হোসেন, বন্যপ্রাণী আলোকচিত্রী আদনান আজাদ আসিফ, মো. ইফতিকার মাহামুদ, শুভ শর্মা ও মো. তাসবিন শাকিব সামাম।
সংগঠনের উপদেষ্টা পরিষদে থাকছেন বন্যপ্রাণী গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মনিরুল হাসান খান এবং জাবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ বিভাগের পরামর্শক মামুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাইথন প্রজেক্টের সাবেক প্রোগ্রাম ম্যানেজার মুজাফফর ফয়সাল, বন্যপ্রাণী আলোকচিত্রী ও ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আলমাস জামান; সাবেক শিকারী, বর্তমানের বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও জনপ্রিয় লেখক সরওয়ার পাঠান; লেখক বাপ্পি খানসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিবর্গ ও বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শওকত ডিপ ইকোলজি দর্শনের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ডিইএসসিএফ চেয়ারম্যান মাহফুজ নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে আরো সুসংহতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে আদনান আজাদ সব সেক্টরের মানুষকে প্রকৃতি সংরক্ষণে একসাথে কাজ করতে আহ্বান জানান। অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ডেকো ইশো গ্রুপ।