ফিরে এল জেড-লাইব্রেরি! তবে ব্যবহার করতে হবে কিছু নিয়ম মেনে
বন্ধ হয়ে যাওয়ার প্রায় তিন মাস পর ওয়েব দুনিয়ায় ফিরে এল অনলাইনে পাইরেটেড বই ও নিবন্ধের অন্যতম বৃহৎ সংগ্রহশালা জেড-লাইব্রেরি।
এবার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাত থেকে বাঁচার জন্য গোপন ইউজার ইউআরএল ব্যবহার করছে ছায়া-লাইব্রেরিটি।
জেড-লাইব্রেরির সংগ্রহে ২২০ টেরাবাইট ডেটাবেজে প্রায় ১২ মিলিয়ন বই ও ৮৪ মিলিয়ন নিবন্ধ ছিল।
তবে গত নভেম্বরে লেখক-প্রকাশকের অভিযোগের ভিত্তি জেড-লাইব্রেরির ডোমেইনগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর জেড-লাইব্রেরি মাস্টারমাইন্ড অভিহিত করে দুজন রুশ নাগরিককে গ্রেপ্তারের কথা জানায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অভ জাস্টিস।
আইনি ব্যবস্থা নেওয়ার পর শুধু টর ব্রাউজার ও আইটুপি প্রাইভেসি নেটওয়ার্ক সেবা ব্যবহার করে জেড-লাইব্রেরি ব্যবহার করা যাচ্ছিল।
টরেন্টফ্রিকের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার জেড-লাইব্রেরি জানিয়েছে যে তাদের ওয়েবসাইট আবার ফিরে এসেছে। তবে এবার ফিরেছে ক্লিয়ারনেট সাইটে। সেখানে প্রত্যেক সদস্যের জন্য ব্যক্তিগত ডোমেইন ব্যবহার করা হয়।
একটি ব্লগ পোস্টে জেড-লাইব্রেরি লিখেছে: 'আপনাদের জন্য একটা দারুণ খবর আছে—ক্লিয়ারনেটে আবার ফিরে এসেছে জেড-লাইব্রেরি! এতে প্রবেশ করার জন্য সিঙ্গেললগইন ডটমি (singlelogin.me) এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার নিয়মিত লগইন ক্রেডেনশিয়াল ব্যবহার করুন।
'নিজের অ্যাকাউন্টে লগইন করার পর আপনাকে আপনার ব্যক্তিগত ডোমেইনে ফিরিয়ে নেওয়া হবে। দয়া করে আপনার ব্যক্তিগত ডোমেইন প্রাইভেট রাখুন!'
ব্যবহারকারীরা যখন এ সাইটে লগইন করবেন, তাদেরকে দুটি ইউনিক ব্যক্তিগত ডোমেইন ইউআরএল দেওয়া হবে। এতে ওই ডোমেইন গোপন রাখার জন্য সতর্কবার্তাও দেওয়া হবে।
এই ইউআরএলগুলো ব্যবহার করে যেকোনো স্ট্যান্ডার্ড ব্রাউজার দিয়ে ওয়েব থেকে সরাসরি জেড-লাইব্রেরির সেবা নেওয়া যাবে।
ডোমেইনগুলো পৃথিবীর বিভিন্ন রেজিস্ট্রারে রেজিস্টার করা। এর ফলে জেড-লাইব্রেরি সদস্যদের নানা ধরনের ব্যক্তিগত ইউআরএল দিতে পারবে এবং একটি ইউআরএল বন্ধ করে দেওয়া হলেও ক্লিয়ারনেটে কাজ চালিয়ে যেতে পারবে।
তবে সিঙ্গেল লগইনের ডোমেইন ব্লক করা অসম্ভব নয়। যদি তা হয়, সেক্ষেত্রে ব্যবহারকারীদের টর বা আইটুপি ব্যবহার করে জেড-লাইব্রেরিতে ঢুকতে বলা হয়েছে।
জেড-লাইব্রেরি বলেছে, 'যদি সিঙ্গেললগইন-এ গিয়ে লগইন করতে না পারেন, তাহলে দয়া করে টর/আইটুপি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। আপনার ব্যক্তিগত ডোমেইনের ইউআরএল কপি করে সেটি আপনার নিয়মিত ব্রাউজারে ব্যবহার করুন।'
উল্লেখ্য, পাইরেটেড বইয়ের সংগ্রহশালা হলেও, জেড-লাইব্রেরির ওপর নির্ভরশীল ছিলেন অগুনতি শিক্ষার্থী ও গবেষক।
সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে, যেসব দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণার উৎস ও স্কলারলি জার্নালে সাবস্ক্রিপশন অপ্রতুল, সেখানে গবেষকরা জেড-লাইব্রেরির মতো শ্যাডো বা ছায়া লাইব্রেরির ওপরেই বেশি নির্ভরশীল হয়ে থাকেন।