মাসব্যাপী বিরতির পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু রামপাল বিদ্যুৎকেন্দ্রে
কয়লা ও ডলার সংকটের কারণে মাসখানেক বন্ধ থাকার পর বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে।
পুনরায় কয়লা আমদানি শুরু হওয়ায় এবং ডলার সংকটে কিছুটা স্বস্তি ফেরায় নতুন করে উৎপাদনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ- বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল)।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
বিআইএফপিসিএল-এর ডিজিএম আনোয়ারুল আজিম বলেন, "৩০ হাজার টন কয়লা নিয়ে ৯ ফেব্রুয়ারি একটি জাহাজ দেশে এসেছে; ৫০ হাজার টন কয়লার আরেকটি চালান আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে আসার কথা রয়েছে।"
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট নামে পরিচিত এই প্ল্যান্টটি বাগেরহাটের রামপালে নির্মিত হচ্ছে।
বেশ কিছু বিপত্তি কাটিয়ে গত ১৭ ডিসেম্বর প্ল্যান্টের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে এই ইউনিট।
জানা যায়, এই ইউনিটের পূর্ণ ক্ষমতা ব্যবহারের জন্য প্রতিদিন প্রায় ৫,০০০ টন কয়লা প্রয়োজন।
এর আগে, গত ১৪ জানুয়ারি ডলার সংকটের কারণে কয়লা আমদানিতে বিপত্তি সৃষ্টি হওয়ায় প্রথম ইউনিটের উত্পাদন বন্ধ করে দেয় বিআইএফপিসিএল।
বন্ধের আগে মোট ১ লাখ ৫০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।
প্রাথমিকভাবে, বিআইএফপিসিএল কমিশনিং পর্যায়ে ৩ লাখ টন কয়লা আমদানির পরিকল্পনা করেছিল। তবে এখন চুক্তিতে এই পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এছাড়া, তিন বছরে ৮ মিলিয়ন টন কয়লা আমদানির আরও একটি চুক্তি স্বাক্ষর করেছে বিআইএফপিসিএল।