অমিতাভদের জন্য ঠিকই এখনও স্ক্রিপ্ট লেখা হয়, কিন্তু প্রবীণ অভিনেত্রীদের জন্য নয়: শর্মিলা
ষাটের দশকের বলিউডের প্রথম সারির অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ২০১০ সালে 'ব্রেক কি বাদ' সিনেমায় তাকে শেষবার বড় পর্দায় দেখা যায়। একসময়ের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর বলেছেন, অমিতাভ বচ্চন এবং অনুপম খেরের মতো অভিনেতাদের জন্য 'বিশেষ স্ক্রিপ্ট' লেখা হচ্ছে, তবে ওয়াহিদা রেহমানের জন্য নয়। একই সাথে তিনি নীনা গুপ্তাকে 'দুর্দান্ত অভিনেত্রী' বলে উল্লেখ করেছেন।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে শর্মিলা বলেন, 'আমরা এখনও কিছুটা বয়সবাদী, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কারণ সিনেমার শক্তিশালী রোলগুলো শুধুই পুরুষদের কাছে যায়। যেমন অমিতাভ বচ্চন, অনুপম খেরের জন্য বিশেষ স্ক্রিপ্ট লেখা হচ্ছে, কিন্তু ওয়াহিদা জি (রেহমান) এবং অন্য অনেক বয়স্ক নারী অভিনেতাদের জন্য নয়।'
নীনা গুপ্তার প্রশংসাও করেছেন শর্মিলা ঠাকুর। তিনি যোগ করেছেন, 'অসাধারণ, আরও পরিণত অভিনেতারা রয়েছেন, উদাহরণস্বরূপ নীনা (গুপ্তা), তিনি একজন দুর্দান্ত অভিনেতা। আরও অনেকে আছেন... ওটিটি দুর্দান্ত অভিনয়শিল্পীতে পরিপূর্ণ। একটু সময় লাগবে তবে পরিবর্তন আসবে।'
১২ বছর পর পর্দায় কামব্যাক করছেন শর্মিলা ঠাকুর, সৌজন্যে 'গুলমোহর'। ছবিতে অমল পালেকর, মনোজ বাজপেয়ীদের সঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিতে আরও অভিনয় করছেন 'লাইফ অফ পাই' খ্যাত সুরাজ শর্মা ও সিমরন ঋষি বাগ্গা। শেষ হয়েছে ছবির শ্যুটিং।
এক পারিবারিক ছবি 'গুলমোহর'। বাত্রা পরিবারের গল্প উঠে আসবে ছবিতে। ৩৪ বছরের পুরোনো বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে গোটা বাত্রা পরিবার। এরপরই একান্নবর্তী পরিবারের পুরনো সেই কথা নিজের ভাবনার দিয়ে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক রাহুল চিট্টেলা। পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে নতুনভাবে সংযোগ স্থাপন করতে থাকবেন। তারই মধ্যে ফাঁস হবে কিছু গোপন তথ্য।
লম্বা ব্রেকের পর এই ধরনের পারিবারিক ছবিতে কাজ করতে পেরে খুশি খোদ শর্মিলা ঠাকুরও। রাহুল চিট্টেলা পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিওজ ও চকবোর্ড এন্টারটেনমেন্ট অ্যান্ড অটোনমাস ওয়ার্কস। গুলমোহর আগামী ৩ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।