চট্টগ্রামে মার্কেটে আগুন, নিহত ১
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল সংলগ্ন ওই মার্কেটটিতে আগুনের সূত্রপাত ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স ৪০ এর কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আরও হতাহতের শঙ্কা প্রকাশ করছেন।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, "ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পাঁচটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।"
ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এএসআই মৃণাল মজুমদার জানান, প্রথমে আন্দরকিল্লার সমবায় মার্কেটে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।