প্রতিদিনের অংককে সহজ করে দেবে এই ৫ গুগল টুলস
আমাদের জীবনের নানা কাজের সঙ্গে জড়িয়ে আছে গাণিতিক হিসাব-নিকাশ। প্রতিদিন ব্যক্তিগত বা দাপ্তরিক নানা কাজে আমাদের নানা হিসেব কষতে হয়, যা অনেকের কাছেই খানিকটা ঝক্কির ব্যাপার। তাই গাণিতিক হিসাব-নিকাশকে সহজ করতে গুগলের রয়েছে বেশ কয়েকটি কার্যকরী টুলস।
বড় ডিজিটের সংখ্যাকে কথায় প্রকাশ
বড় ডিজিটের সংখ্যাগুলো কথায় উচ্চারণ করতে বা লিখতে গেলে অনেক সময় জটিলতার সম্মুখীন হতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়- যদি ১,৬০৩,৬৩৩ সংখ্যাটিকে কথায় প্রকাশের প্রয়োজন হয়, তা অনেকের কাছেই কষ্টসাধ্য হবে। এ সমস্যার সমাধানে গুগলের রয়েছে কার্যকরী এক ফিচার।
নির্দিষ্ট সংখ্যাকে কথায় প্রকাশের ক্ষেত্রে গুগল সার্চবারে সংখ্যাটি তুলে '=english' কমান্ড দিলেই সংখ্যাটি কথায় প্রকাশিত হয়ে যাবে। বড় বড় ডেটা নিয়ে দাপ্তরিক কাজের ক্ষেত্রে টুলটি খুবই সহজ ও নির্ভুল ফলাফল প্রদর্শন করে ব্যক্তির হিসাব-নিকাশের কাজকে সহজ করে তোলে।
সহজে টিপসের হিসাব করা
বাড়ির বাইরে খাবার খেতে গেলে প্রায়ই টিপস দিতে হয় আমাদের। মোট বিল এবং কতজন মিলে খাবার খেয়েছে, তার ওপর টিপসের পরিমাণ নির্ভর করে। ধরা যাক, ৭ জন বন্ধু মিলে মোট ৫৭৬ টাকার খাবার খেয়েছে। সেক্ষেত্রে যদি ২০ শতাংশ টিপস দিতে চায়, তাহলে ঠিক কত টাকা টিপস আসবে সেটা তৎক্ষণাৎ হিসাব বের করা একটু কঠিন। আর এ সমস্যা সমাধানে গুগলের রয়েছে 'টিপস ক্যাপকুলেটর' ফিচার।
টিপস ক্যালকুলেটর এ মোট বিলের পরিমাণ, মোট সদস্যের পরিমাণ ও টিপসের শতাংশ ইনপুট দিলে সাথে সাথে টিপসের পরিমাণ ফলাফল হিসেবে জানা যায়। এর ফলে টিপসের টাকাগুলো সবাই মিলে সহজেই ভাগ করে তা ওয়েটারকে দেওয়া সম্ভব হয়।
গাণিতিক সমীকরণ সমাধান
ব্যক্তিগত কিংবা দাপ্তরিক কাজে গুণ ও ভাগের সমন্বয়ে অনেক গাণিতিক সমীকরণ সমাধান করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে সঠিক ফলাফল বের করা সম্ভব।
উদাহরণস্বরূপ বলা যায়, (.৮৪ / .২৬ × ১০০) সমীকরণটি সমাধান করতে হবে। এ সমীকরণটি গুগল সার্চবারে হুবহু টাইপ করে কমান্ড দিলে গুগল তাৎক্ষণিক সঠিক ফলাফল প্রদর্শন করবে। একই সাথে কাগজে-কলমে সমীকরণটি ঠিক কীভাবে সমাধান করতে হবে, সে ধাপগুলোও ব্যাখ্যা-বিশ্লেষণ করে দেবে গুগল।
গুগল ম্যাপের লাইভ ভিউ
দৈনন্দিন জীবনে শুধু সংখ্যাতাত্ত্বিক জটিলতা নয়, বরং দিক নির্ণয়েও সমস্যা দেখা যায়। অনেক সময় চলার পথে ব্যক্তি ঠিক বুঝতে পারেন না যে তাকে ডানে নাকি বামে মোড় নিতে হবে। এক্ষেত্রে গুগল ম্যাপের লাইভ ভিউ খুবই কার্যকরী টুল হতে পারে।
গুগল ম্যাপের লাইভ ভিউ টুলটি চলার পথে আশেপাশের পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা দেয় এবং ব্যক্তিকে কোন পথে যেতে হবে সেটি অ্যারো সংকেত দিয়ে দেখিয়ে দেয়। রাজধানী ঢাকায় যেহেতু ছোটবড় অজস্র রাস্তা রয়েছে, তাই সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বেশ উপকারে আসতে পারে এই ফিচারটি।
রিমাইন্ডার টু লিভ
সময়ানুবর্তিতা ব্যক্তির একটি বড় গুণ; তবে সবাই যে সময় মেনে কাজ করতে পারেন তা তো নয়। কেউ হয়তো গাণিতিক সমস্যা সমাধানে পারদর্শী, কিন্তু সময়ের হিসেব রেখে কাজটি করতে সমস্যায় পড়েন। দেখা যায়, কোনো একটা জায়গায় ব্যক্তি হয়তো অনেক আগে কিংবা অনেক দেরিতে উপস্থিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে গুগলের 'রিমাইন্ডার টু লিভ' টুলটি কার্যকরী।
'রিমাইন্ডার টু লিভ' ফিচারে গন্তব্য, সেখানে পৌঁছানোর জন্য ব্যবহৃত যানবাহন এবং কোন সময়ের মধ্যে উপস্থিত হতে হবে সে সম্পর্কিত তথ্যগুলো ইনপুট দিতে হবে। ফলাফল হিসেবে গুগল ম্যাপ কোন সময়ের মধ্যে ব্যক্তিকে রওনা দিতে হবে তা দেখিয়ে দিবে। এছাড়াও, রওনা দেওয়ার নির্ধারিত সময়ে গুগল ম্যাপ নোটিফিকেশন পাঠিয়ে ব্যবহারকারীকে তা স্মরণ করিয়ে দেবে।
সূত্র: দ্য কীওয়ার্ড