বেনজেমা-এমবাপ্পেকে হারিয়ে ফিফা বর্ষসেরা মেসি
লিওনেল মেসিই যে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হতে যাচ্ছেন সেটি জানা ছিলো আগেই। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাও ফুরোলো। দ্বিতীয়বারের মতো 'ফিফা দ্য বেস্ট' পুরস্কার জিতলেন আর্জেন্টিনা অধিনায়ক।
কাতার বিশ্বকাপ জয়ের পরপরই ধারণা করা হয়েছিল, মেসি আবারো বর্ষসেরা খেলোয়াড় হবেন। ব্যালন ডি অর থেকে ফিফা বর্ষসেরার পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর মেসি এটি জিতলেন দ্বিতীয়বারের মতো। সেইসঙ্গে মেসির ক্যারিয়ারের ৭৭ তম ব্যক্তিগত পুরস্কার এটি।
সেরা খেলোয়াড় হওয়ার পথে মেসি পেছনে ফেলেছেন দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে এবং করিম বেনজেমাকে। যার মধ্যে এমবাপ্পে মেসিরই ক্লাব সতীর্থ। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জেতাতে পারেননি তিনি।
অপরদিকে করিম বেনজেমা চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে না পারলেও ক্লাব মৌসুমটা কেটেছে স্বপ্নের মতো। চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। রেখেছেন বড় ভূমিকা।
কিন্তু এর সব কিছুই ম্লান মেসির বিশ্বকাপ জয়ের কাছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা আর্জেন্টাইন জাদুকর বাগিয়ে নিলেন ফিফার বর্ষসেরার পুরস্কারটিও।
একই দিনে আর্জেন্টিনা ফুটবল পেয়েছে আরো কয়েকটি সুখবর। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিওনেল স্কালোনি, বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। সেরা সমর্থকের পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইনরাই।