ভূমিসেবা এখনও হয়রানি মুক্ত হয়নি: ভূমিমন্ত্রী
ভূমিসেবা পেতে এখনও মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
"এখানে এখনও অনেক জটিলতা আছে। তবে আমরা জমিজমা নিয়ে কাজ করছি," বৃহস্পতিবার (২ মার্চ) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজিত 'ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার' শীর্ষক এক সংলাপে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, "ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ হওয়ার পরে অনেক ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যেনো সরকারের বাকি সময়টুকুর মধ্যেই পুরো ব্যবস্থাপনা সহজ করে জনগণের ভোগান্তি কমানো যায়।"
উন্নত দেশে লোকজন জমিজমা সম্পর্কে খুব কম জানে। তাই তারা দায়-দায়িত্ব উকিলের ওপর ছেড়ে দেয় বলে জানান তিনি।
"আমরা যা-ই কাজ করি, তা সামগ্রিকভাবে করি। আমি চাচ্ছি এলাকাভিত্তিক ফ্রিল্যান্সিং অথরিটি থাকবে। সেখানে গিয়ে এলাকার মানুষ সেবা নেবে। একটি ফিও নির্ধারণ করা থাকবে। আমরা সেখানে অভিযোগ নেবো। যারা ফি বেশি নেবে কিংবা হয়রানি করবে, তাদের লাইসেন্স বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে," যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, "আমরা সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা চাই।"