ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে শামীম
দুদিনে দুটি সুখবর পেলেন শামীম হোসেন পাটোয়ারী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াডে ডাক পাওয়া ২২ বছর বয়সী এই ক্রিকেটার এবার ওয়ানডে দলেও সুযোগ পেলেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দলে তাকে যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে শামীমকে দলে নেওয়ার ব্যাপারটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নেওয়ায় বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা দাঁড়ালো ১৫ জন।
বাংলাদেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলা শামীম অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেলেন তিনি। এবারের বিপিএলে ব্যাট হাতে সামর্থ্যের ছাপ রাখায় টি-টোয়েন্টি দলে ফেরানোর পর ওয়ানডে দলেও ডাকা হলো তাকে। এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি শামীমের।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সময়টা ভালোই গেছে শামীমের। বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ২৯.১৬ গড় ও ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন।
দলে নিলেও অবশ্য শামীমকে খেলানোর পরিকল্পনা নেই বাংলাদেশের। বাড়তি ফিল্ডার হিসেবে তাকে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, 'আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো ইনজুরি নয়, একটু কনসার্ন। বাড়তি ফিল্ডার হিসেবেই তাকে নেওয়া হয়েছে।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালোভাবে শুরু হয়নি বাংলাদেশের। ২০৯ রানে অলআউট হয়ে প্রথম ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে তামিম ইকবালের দলের। সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে শুক্রবার বেলা ১২টায় দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।