রাঙামাটির ৫ প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার সেট বিতরণ
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জন্য রাঙামাটি শহরের ৫টি প্রতিষ্ঠানকে অক্সিজেন সিলিন্ডার সেট ও নেবুলাইজার সেট দিয়েছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। রোববার সকালে জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ তার কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় রাঙামাটি হাসপাতালে ৩টি, মা ও শিশু হাসপাতালে ২টি, মনোঘর শিশু সদনের হাসপাতালে ২টি, এফপিএবিতে ২টি, অ্যালায়েন্স হাসপাতালে ২টি অক্সিজেন সেট এবং প্রতি প্রতিষ্ঠানে দুই সেট করে নেবুলাইজার বিতরণ করা হয়।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়টের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. গৌরব দেওয়ান প্রমুখ এ সময়ে উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট জেলা শহর ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে অক্সিজেন সেট, প্রতিটি উপজেলায় ৭০ পরিবারের মাঝে পানির বালতির ট্যাব ও প্রতি পরিবারকে ১০টি করে সাবান ও ১টি করে মগ বিতরণ করেছে।
ইউকেএইড ও স্টার ফান্ডের সহযোগিতায় রাঙামাটির ১০ উপজেলা ছাড়াও বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাম প্রাদুর্ভাব এলাকায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেছে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস।