আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৫ হাজার ৯১৩ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়েছেন। এনিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৩১ জন।
তিনি জানান, মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। এছাড়া এ পর্যন্ত ৬১ জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে সোমবার বাংলাদেশ সময় বেলা আড়াইটা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩০ লাখ ৩ হাজার ৩৫২ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৮ লাখ ৮২ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৭ হাজার ৯৪ জনের।