শুক্র, শনি ও রোববার ভারতে আটকাপড়া বাংলাদেশিদের আনবে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের আগামী ১, ২ ও ৩ মে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-কলকাতা ফ্লাইট ১ মে, দিল্লি-ঢাকা ফ্লাইট ২ মে এবং মুম্বাই-ঢাকা ফ্লাইট ৩ মে পরিচালনা করা হবে।
এর আগে গত ২৪ এপ্রিল ১৬৩ বাংলাদেশিকে নয়াদিল্লি থেকে ফেরত আনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।