গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলিস্তান এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনা তদন্তে ২টি কমিটি গঠন করা হয়েছে। ভয়াবহ এ বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে এবং ভবনের বেসমেন্টে বিস্ফোরিত হওয়া পানির ট্যাঙ্কের ভিতরে আরও লোক আটকা পড়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, ঘটনার তদন্তে রাজউক, সিটি কর্পোরেশন, তিতাস, ওয়াসা, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
লালবাগ থানার উপ-কমিশনার জাফর হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, "উদ্ধারকারীদের জন্য পথ তৈরি করতে আমরা ভবনের ক্ষতিগ্রস্ত পিলারপগুলো কাটতে পারছি না, কারণ এতে ঝুঁকিপূর্ণ ভবনটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।"
গতকাল রাতে পুরো ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।