বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের কেউই শঙ্কামুক্ত নয়: চিকিৎসক
গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে যারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন, তাদের কারো অবস্থাই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মার্চ) ডা. সামন্ত লাল সেন বলেন, "আহত দশজনের মধ্যে দু'জন আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও শঙ্কামুক্ত নয়। তাদের দেহের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।"
এছাড়াও বিস্ফোরণ ও ধ্বংসস্তূপের আঘাতে অনেকেরই কেটে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন- মোঃ হাসান, ৩২; ইয়াসিন, ২৬; মোঃ মুসা, ৪৫; খলিল, ৫০; আজম, ৩৬; অলি শিকদার, ৫৫; বাবলু, ২৫; আল আমিন, ২৫; বাক্কু মিয়া, ৫৫; জাহান, ২৫ ও মোস্তফা, ৫০। এদের মধ্যে মোস্তফার ক্ষত বেশ গভীর। অন্যান্যদের ১২% থেকে ৯৮% পর্যন্ত পুড়েছে।
আহতদের মধ্যে দুইজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ), দু'জনকে মেডিকেল হাই ডিপেনডেন্সি ইউনিটে (এমএইচডিইউ), ছয়জনকে পোস্ট-অপারেটিভ কেয়ারে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়েছে।
মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি পাঁচতলা ভবনে বিস্ফোরণে ১৮ জন নিহত ও কমপক্ষে ১২০ জন আহত হন।
বেজমেন্টে জমে থাকা গ্যাস থেকে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে র্যাব।