ন্যায্যমূল্য না পেয়ে মোদিকে ডাকযোগে পেঁয়াজ পাঠালেন ভারতের কৃষকরা!
বর্তমানে ভারতের মহারাষ্ট্র রাজ্যের খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ রুপি। অথচ একই রাজ্যে কৃষকরা পেঁয়াজ বিক্রি করছেন মাত্র ২ থেকে ৪ রুপি কেজি দরে। যার ফলে কৃষকদের চাষের খরচই উঠছে না।
পেয়াজের ন্যায্যমূল্য না পেয়ে তাই মহারাষ্ট্রের চাষিরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এবার এর প্রতিবাদে মহারাষ্ট্রের আহমেদনগরের একদল কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ডাকযোগে পেঁয়াজ পাঠালেন।
ফসলের দাম কমে যাওয়া থেকে মুক্তি পেতে এবং পেঁয়াজের রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে কৃষকরা অভিনব কায়দায় এ প্রতিবাদ জানিয়েছেন।
গত সোমবার একটি কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেঁয়াজ পাঠানো হয়েছে। কৃষকদের দাবি, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পেঁয়াজ এবং অন্যান্য কৃষিজাত পণ্য রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এটি কৃষকদের জন্য আন্তর্জাতিক বাজার উন্মুক্ত করতে সাহায্য করবে।
একইসাথে ক্ষতিপূরণেরও দাবি জনিয়েছেন কৃষকরা। তাদের বক্তব্য, গত বছর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবারও কৃষকদের প্রতি কুইন্টালে ১০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।
এদিকে, রাজ্যের নাসিক জেলার একজন কৃষক সরকারের নীতির প্রতিবাদে এবং কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে পেঁয়াজে আগুন লাগিয়ে প্রতিবাদ জানান। ঐ কৃষক বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। কৃষকরা বেঁচে আছে নাকি মারা যাচ্ছে তার খোঁজ কোনও সরকার নেয় না।
প্রতিবাদের সময় আশেপাশের গ্রামের কৃষকরাও উপস্থিত ছিলেন। এদিকে, রাজ্যের নাসিক জেলার লাসালগাঁওয়ের কৃষি উৎপাদন বাজার কমিটিতে (এপিএমসি) পেঁয়াজের দাম না পাওয়ায় গত সপ্তাহে একদিনের জন্য নিলাম বন্ধ রেখেছিল।
প্রসঙ্গত, পেঁয়াজের দাম না মেলায় দেশটির মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় কৃষকরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এপিএমসির পাশাপাশি চাঁদওয়াদ এবং জেলার অন্যান্য অংশে পেঁয়াজের নিলাম বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন কৃষকরা।
অন্যদিকে, গত রবিবার বিক্ষুব্ধ কৃষকরা নাসিক জেলার শিরসগাঁওয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভারতী পাওয়ারকে ঘিরে বিক্ষোভ করেন। কেন পেঁয়াজের ভালো দাম পাওয়া যাচ্ছে না তা নিয়ে কৃষকরা প্রশ্ন তোলেন।
একজন কৃষক নেতা পেঁয়াজের জন্য প্রতি কুইন্টালে ১,৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে সরকারকে ন্যায্যমূল্যে পেঁয়াজ কেনার দাবি জানিয়েছেন। যদিও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস সম্প্রতি বিধানসভায় বলেছেন যে, ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন বাজার থেকে ইতোমধ্যেই ১৮,৭৪৩ কুইন্টাল পেঁয়াজ কিনেছে।