এটিএম বুথে নেওয়ার সময় ডাচ বাংলা ব্যাংকের ১১.২৫ কোটি টাকা ছিনতাই
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সাভার ইপিজেড এলাকার এটিএম বুথগুলোতে নিয়ে যাওয়ার সময় ডাচ-বাংলা ব্যাংকের প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।
ডাচ বাংলা ব্যাংকের টাকা পরিবহনের দায়িত্বে থাকা নিরাপত্তা সংস্থা মানিপ্ল্যান্ট লিংক (প্রাইভেট) লিমিটেডের একটি গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল ৭টার দিকে গাড়িটিতে হামলা চালায় ডাকাতরা। এরপর তারা গাড়িটিকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বলে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ওসি মওদুত হাওলাদার।
মানিপ্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ টিবিএসকে জানান, গাড়ির চালককে মারধর করে ডাকাতরা মাইক্রোবাসটি কেড়ে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর বা দিয়াবাড়ি এলাকা থেকে আশুলিয়া মহাসড়কের দিকে নিয়ে যায়।
'আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করেছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এখন তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই মামলা নিচ্ছে পুলিশ এবং আমরা একটি ইতিবাচক ফলাফলের আশায় রয়েছি,' বলেন জীবন দেবনাথ।
ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম পাটোয়ারী বলেন, 'রাজধানীর দিয়াবাড়ি এলাকায় কালো রঙের একটি গাড়িতে থাকা ১০ থেকে ১২ জন টাকার গাড়িটিতে হামলা চালায়।'
তিনি বলেন, 'আমাদের এটিএম বুথ খালি হয়ে গেলে আমরা সেখানে টাকা পরিবহনের জন্য থার্ড পার্টি কোম্পানি নিয়োগ করি। এই মুহূর্তে আমরা ডাকাতি নিয়ে চিন্তিত নই, কারণ আমাদের টাকা পরিশোধের দায়িত্ব এখন তাদের; এছাড়া, আমাদের ইন্স্যুরেন্সও করা আছে।'