প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বাড়ছে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রতিদিন প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বাড়ছে।
তিনি বলেন, 'আমরা বিভিন্ন উপায়ে পরিস্থিতি ব্যবস্থাপনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'
মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে 'বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমির বহুমুখী ব্যবহার'-এর চূড়ান্ত প্রতিবেদন নিয়ে একটি প্রচার কর্মশালার সাইডলাইনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় আগামী রমজানে এ বছর দেশে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে বলে বিদ্যুৎ খাতের অভ্যন্তরীণ সূত্রের পূর্বাভাস।
দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি হলেও প্রাথমিক জ্বালানির ঘাটতির কারণে প্রায় ১২ হাজার মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হয়।
সাম্প্রতিক ডলার সংকটের কারণে সরকার ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে নসরুল বলেন, সরকার এক বছরের মধ্যে প্রায় ১,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, প্রায় ১৩ হাজার ডিজেলচালিত সেচ পাম্পকে ধীরে ধীরে সৌরচালিত পাম্পে রূপান্তর করার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য প্রচেষ্টা ত্বরান্বিত করতেও বলেছেন।