৭ এপ্রিল থেকে ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি, শতভাগ অনলাইনে বিক্রির পরিকল্পনা
এবার ঈদুল ফিতরে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে কাউন্টারে টিকিট বিক্রি না করে, শতভাগ অনলাইনে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে ভাবছে রেলপথ মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর রেল ভবনে ঈদের টিকিট বিক্রি সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী বলেন, 'শুধু ঈদের পাঁচ দিনের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কাল (বুধবার) সকালে আরো একবার বসা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে মত্রী জানাবেন।'
তিনি বলেন, মূলত ঈদের সময় মানুষের ভোগান্তি বিবেচনা করেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। অনেকে আগের দিন থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়ায়। তবুও বহু যাত্রী টিকিট পান না। অনেকে হয়রানি ও প্রতারণার শিকার হন। সব মিলিয়ে রেলের দুর্নাম হয়। তাই এমন প্রস্তাব তোলা হয়েছে।
মঙ্গলবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে জানান, আসন্ন ঈদযাত্রায় ১০টি বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর আগামী ১৫ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।