মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার
কাপ্তাই হ্রদে মাছ শিকার আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। এ নিষেধাজ্ঞার কারণে রাঙামাটি থেকে ঢাকাসহ দেশের অন্যান্য সব অঞ্চলে মাছ সরবরাহ বন্ধ থাকবে।
হ্রদে মাছের সুষ্ঠ প্রজননের স্বার্থে সাধারণত প্রতি বছর ১ মে থেকে আগস্ট পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক তোহিদুল ইসলাম জানান, এই বন্ধকালীন সময়ে হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হবে। মৎস্য শিকার বন্ধকালীন সময় কেউ অবৈধভাবে হ্রদে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন সমেয় হ্রদ নির্ভর জেলেরা সরকারি রেশন প্রদানের দাবি জানিয়েছেন। প্রতিবছর মাছ শিকার বন্ধকালীন সময়ে বিএফডিসির নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হলেও বিগত দুই বছর ধরে তা হয়নি। তাই এ বছর জেলেরা বন্ধকালীন সময়ে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণের দাবি তুলেছেন।
বিএফডিসির তথ্যমতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা করে এমন জেলের সংখ্যা প্রায় ২০ হাজার।