'ক্যারিয়ারে এর চেয়ে বাজে সময় কাটাইনি'
গত মৌসুমের শুরুতে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাজার মতোই বরণ করে নিয়েছেন সমর্থকরা। ৩৬ বছর বয়সেও দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিআর সেভেন। এই মৌসুমের শুরুতে এরিক ট্যান হাগ দলের কোচ হয়ে আসার পর থেকেই যেন যতো সমস্যার শুরু।
ইউনাটেডের মূল একাদশে জায়গা পাচ্ছিলেন না, কাতার বিশ্বকাপের ঠিক আগেই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। বিশ্বকাপেও পর্তুগালের বেঞ্চে বসে থাকতে হয়েছে রোনালদোকে।
এরপর ইউরোপে কোনো ক্লাব খুঁজে না পেয়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের আল-নাসেরে। সব মিলিয়ে কঠিন একটা সময় পার করেছেন সিআর সেভেন। গত কয়েক মাসকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় বলেই আখ্যায়িত করেছেন পর্তুগিজ তারকা।
সেটি স্বীকারও করেছেন রোনালদো, 'আমার বলতে কোনো দ্বিধা নেই যে এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় ছিলো।'
তবে সময়টা ভালো না গেলেও এই নিয়ে কোনো আক্ষেপ নেই সিআর সেভেনের। বরং দুঃসময়ে মানুষ চিনতে পেরেছেন বলেই দাবি তার, 'আমার কোনো আক্ষেপ নেই। খারাপ সময়েই আপনি মানুষ চিনতে পারবেন। আমিও তাই করেছি।'
পর্তুগাল জাতীয় দলের হয়ে ইউরো ২০২৪ এর বাছাইপর্বে অংশ নিতে রোনালদো এখন আছেন জাতীয় দলের সঙ্গে। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজের ভবিষ্যত পরিকল্পনায় ভালোভাবেই আছেন এই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।