'রেনফিল্ড'র শ্যুটিং এর সময় দুর্ঘটনাক্রমে নিজের রক্ত পান করেছিলেন নিকোলাস কেজ!
চলতি বছরের এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে নিকোলাস কেজ অভিনীত চলচ্চিত্র 'রেনফিল্ড'। হরর কমেডি ঘরানার এ ছবিতে ড্রাকুলার চরিত্রে অভিনয় করেছেন কেজ। আর ড্রাকুলা যেখানে, সেখানে রক্তারক্তি একটা কাণ্ড যে থাকবেই তা বলাই বাহুল্য!
সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নিজের শতভাগ উৎসর্গ করার ব্যাপারে নিকোলাস কেজের সুনাম রয়েছে। আসন্ন ছবিতে কেজ প্রধান চরিত্রে নেই, কারণ ছবির মূল হিরো হিসেবে আছেন নিকোলাস হুলট। কিন্তু তাতে করে কেজের চরিত্রটির গুরুত্ব কোনোভাবে কমে যায়নি। বরং এই বিভীষিকাময় ড্রাকুলাকেই ছবির প্রচারণার আসল উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কিন্তু রূপালি পর্দার পাশাপাশি বাস্তবেও যে নিকোলাস কেজ 'ড্রাকুলা'র মতো হয়ে উঠবেন তা কে জানতো! স্ক্রিনর্যান্ট এর প্রতিবেদন থেকে জানা যায়,'রেনফিল্ড' ছবির জন্য রেডইট আস্ক মি এনিথিং নামক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নিকোলাস কেজ স্বীকার করেছেন যে এই ছবির শ্যুটিং এর সময় দুর্ঘটনাক্রমে তিনি নিজের রক্ত পান করেছিলেন!
কেজ বলেন, "বড় বড় যে ধারাল-চোখা দাঁত লাগানো ছিল, সেগুলো সত্যিকারেরই ছিল। ফলে আমি নিজের ঠোঁট কয়েকবার কামড়ানোর পরেই রক্ত বেরিয়ে যায় এবং নিজের রক্তই আমার মুখে চলে যায়।"
'রেনফিল্ড' ছবিটিকে পুরোপুরি হরর সিনেমা বলা চলে না। ভৌতিক কিছু উপাদান থাকলেও, ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এক শয়তান-দানবের নম্র-ভদ্র সেবক হয়ে থাকার মধ্যকার যে কমেডি তা তুলে ধরাই হবে উদ্দেশ্য। সেক্ষেত্রে নিকোলাস কেজকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর এক মনিবের ভূমিকা পালন করতে হবে পর্দায়।
ড্রাকুলা চরিত্রটিকে সবচেয়ে নিখুঁতভাবে প্রকাশের জন্য কেজ নিজেই নিরলস পরিশ্রম করেছেন। নকল দাঁত বসানোর ক্ষেত্রে তিনি ক্রিস্টোফার লির কাছ থেকে ধার করে আনার পরিকল্পনা করেছিলেন। যদিও ছবিতে ড্রাকুলার চেয়ে রেনফিল্ডের দিকেই ফোকাস থাকবে বেশি।
রেনফিল্ড চরিত্রটিকে তুলে ধরার মাধ্যমে ড্রাকুলার চরিত্রেরও আরও একটি দিক প্রকাশ পাবে, যা আগেপরে তেমন গুরুত্ব পায়নি কোনো ছবিতে। আর তা হলো- চাকরদের সঙ্গে ড্রাকুলার সম্পর্ক। দশকের পর দশক ধরে ড্রাকুলাকে নিয়ে বহু সিনেমা নির্মিত হলেও, রেনফিল্ড তেমন গুরুত্ব পায়নি। কিন্তু কেজের আসন্ন ছবিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি থেকে ড্রাকুলার গল্প দেখানো হবে।