সারভান্তেসকে টপকে গেলেন মার্কেস
মিগুয়েল সারভেন্তেসকে টপকে চলতি শতাব্দীতে স্প্যানিশ ভাষার সর্বাধিক অনূদিত লেখকের স্থান দখল করে নিয়েছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবর এটা।
তবে স্প্যানিশ ভাষার লেখকদের মধ্যে গত আট দশকের সর্বাধিক অনূদিত লেখকের কৃতিত্বটি ছিল দোন কিহোতের স্রষ্টা সারভেন্তেসের।
স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করা ইনস্টিটিউটো সারভেন্তেসের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি ওয়ার্ল্ড ট্রান্সলেশন ম্যাপ তৈরির সময় এ পরিসংখ্যান বের করে।
১০টি ভিন্ন ভিন্ন ভাষায়—আরবি, চীনা, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানি, পর্তুগিজ, রুশ ও সুইডিশ—স্প্যানিশ ভাষার কোন কোন লেখক সবচেয়ে বেশি অনূদিত হচ্ছেন, তার একটি চিত্র তৈরির জন্য প্রতিষ্ঠানটি অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টারের ওয়ার্ল্ডক্যাট ডেটাবেজের সঙ্গে পরামর্শ করে। তথ্যভান্ডারে ৪৮৩টি ভাষার ৫৫ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৬৪৮টি গ্রন্থপঞ্জির রেকর্ড আছে।
এ তথ্য ব্যবহার করে ১৯৫০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত স্প্যানিশ ভাষার অনূদিত বইগুলোর ম্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ ম্যাপে সার্চ করা যায়। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মারিও বার্গাস ইয়োসা, কার্লোস ফুয়েন্তেস, হুলিও কোর্তাসারদের হাত ধরে স্প্যানিশ সাহিত্যের ব্যাপক সমৃদ্ধি হয়। ওই সময়টাকে শুরুর কাল ধরা হয়েছে অনূদিত বইয়ের পরিসংখ্যান বের করার জন্য।
ইনস্টিটিউটো সারভেন্তেসের সংস্কৃতি বিভাগের প্রধান রাকুয়েল কালেয়া বলেন, ভবিষ্যতে এ ম্যাপের আরও বিস্তৃতি ঘটানো হবে, যতগুলো সম্ভব ভাষা যোগ হবে।
২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১০টি ভাষায় সবচেয়ে বেশি অনূদিত স্প্যানিশ লেখকদের মধ্যে প্রথমেই আছেন গার্সিয়া মার্কেস। তারপরেই আছেন যথাক্রমে ইসাবেল আয়েন্দে, হোর্হে লুইস বোর্হেস, মারিও বার্গাস ইয়োসা, সারভেন্তেস, কার্লোস রুইজ সাফন, আর্তুরো পেরেজ-রেভার্তে, লুই সেপুলভেদা, রবার্তো বোলানিও ও হাভিয়ের মারিয়াস।
তবে দুই দশকের হিসাব বাদ দিয়ে পুরো সময়ের বিবেচনায় সবচেয়ে বেশি অনূদিত লেখকের তালিকায় মার্কেসকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে সারভেন্তেস এক নম্বর স্থান দখল করেছেন। তারপরই জায়গা পেয়েছেন আয়েন্দে, বোর্হেস, বার্গাস ইয়োসা, ফেদেরিকো গার্সিয়া লোর্কা, পাবলো নেরুদা, ফুয়েন্তেস, পেরেজ-রিভার্তে ও রুইজ সাফন।
২০০০-২০২১ সময়কালের ম্যাপে আরেকটা মজার বিষয় দেখা গেছে। চিলিয়ান-ফ্রেঞ্চ চলচ্চিত্রনির্মাতা ও লেখক আলেহান্দ্রো হোদরোফস্কি হলেন ফরাসিতে সর্বাধিক অনূদিত স্প্যানিশ ভাষার লেখক। অন্যদিকে ইংরেজি ভাষায় সর্বাধিক অনূদিত দুই স্প্যানিশ লেখক হলেন আয়েন্দে ও শিশুসাহিত্যিক ইসাবেল সানচেজ ভেগারা।
ইতালিতে অনূদিত শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন স্প্যানিশ ভাষার লেখক ভাসকুয়েস মন্টালবান।
নারীদের উপস্থিতি অনুবাদ ম্যাপে কম। স্প্যানিশ ভাষার সবচেয়ে বেশি অনূদিত শীর্ষ ১০ নারী লেখক হলেন আয়েন্দে, সানচেজ ভেগারা, সেইন্ট তেরেসা অব আভিলা, লরা এসকুইবেল, আলমা ফ্লোর আদা, আানা ইমোস প্লমার, আলমুন্দেনা গ্রান্দেস, পালোমা নাভারেতে, সিস্টার হুয়ানা ইনেস দে লা ক্রুজ এবং জো ভালদেস।
'ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড' মার্কেসকে শীর্ষ স্থান পাইয়ে দিতে সাহায্য করেছে। তবে বিল ক্লিনটন যখন বলেছিলেন মার্কেস তার সবচেয়ে প্রিয় লেখকদের একজন, ওই মন্তব্যের প্রভাবেও মার্কেসের কাজ বেশি অনূদিত হয়েছে।
তবে ভবিষ্যতে অনুবাদ ম্যাপের যত পরিবর্তনই হোক, কালেয়া নিশ্চিত যে একজন লেখক ও তার সবচেয়ে বিখ্যাত কাজের জায়গা কখনো বদলাবে না। তিনি বলেন, 'দোন কিহোতে বৈশ্বিক ক্লাসিক। কিহোতে অপরাজেয়, সব সময় তা-ই থাকবে—যত উপন্যাসই আসুক না কেন।'