সারা দেশে করোনা আক্রান্ত ৫০০ চিকিৎসক: বিডিএফ
সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশের সরকারি এবং বেসরকারি খাত মিলিয়ে ৫০০ চিকিৎসক এতে আক্রান্ত হয়েছেন।
দেশের চিকিৎসকদের একটি জোট- বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
আক্রান্ত চিকিৎসকদের মধ্যে যারা রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্ব পালন করছেন তাদের সংখ্যাই বেশি। বিডিএফের প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালক ডা. নিরুপম দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তথ্য নিশ্চিত করেছেন।
শুধু ঢাকা বিভাগেই করোনাভাইরাস টেস্টে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ৩৪৩ জন চিকিৎসকের দেহে ধরা পড়েছে।
এদের মধ্যে আবার ২০৩ জন সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ১১৯ জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক আর ২১ জন অন্যান্য হাসপাতালের।