আমিরাতকে বাংলামতি চাল, সবজি এবং মৌসুমি ফল উপহার দিল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতকে উন্নত মানের বাংলামতি চাল, সবজি এবং মৌসুমী ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার ইতিহাদ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে করে এসব পণ্য পাঠানো হয়।
বাংলামতি চাল দেশের কৃষি বিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন ধরনের উন্নত জাতের চাল।
উপহার দেওয়া পণ্যের মধ্যে এই চাল ছাড়া আরও ছিল; টাটকা তরমুজ, আনারস, ওকরা, আলু, পটল, শসা এবং অন্যান্য সবজি ও ফল।
সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে পণ্যতালিকা সম্পর্কে জানা গেছে।
কৃষিমন্ত্রী ডা. আব্দুল রাজ্জাকের নির্দেশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউড (বিআরআরআই) বাংলামতি চাল সরবরাহ করে। আর বাকি পণ্য কৃষি মন্ত্রণালয় দিয়েছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে- কৃষিখাতে অভাবনীয় সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশের অতিরিক্ত খাদ্য উৎপাদন সক্ষমতা তুলে ধরেছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জানুয়ারিতেই আবুধাবিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হাম্মাদবিন জায়েদ আল নাহিয়ান। তিনি প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে চাল আমদানির আগ্রহও প্রকাশ করেছিলেন।
গতকাল পাঠানো কৃষিপণ্যগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে উপহার হিসাবে পাঠানো হয়। এসব উপহার যারা পেয়েছেন তারা হলেন; সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, দুবাইয়ের প্রধানমন্ত্রী ও শাসক, আবুধাবির প্রধান যুবরাজ (বা পরবর্তী শাসক), আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্কের নিদর্শন স্বরূপ এসব উপহার পাঠানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বিদেশের বাজারে দেশে উৎপাদিত অতিরিক্ত কৃষিপণ্য রপ্তানির বাজার খুঁজছে। বিশেষ করে মৌসুমি ফল, টাটকা সবজি এবং মাংস রপ্তানি করতে চায় সরকার।