এবার ম্যাক এলিস্টারের মুখে বাংলাদেশের নাম, ধন্যবাদ দিলেন সমর্থকদের
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্বয়ং আর্জেন্টাইনদের পর যদি কেউ বেশি সমর্থন দিয়ে থাকেন, তাহলে সন্দেহাতীতভাবেই তা বাংলাদেশের মানুষ। বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এবার দেখেছে গোটা বিশ্ব।
এই সমর্থন নিয়ে খবরের পর খবর প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। আর্জেন্টিনা তো বহু বছর পর দূতাবাসই খুলে বসেছে বাংলাদেশে।
আর্জেন্টিনা ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করেছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে মেসি-দি মারিয়াদের নিয়ে বাংলাদেশিদের পাগলামি।
আর্জেন্টিনার জনগণ কয়েক দফায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশকে। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগেও প্রদর্শিত হয়েছে বাংলাদেশের পতাকা। খোদ লিওনেল মেসি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সমর্থনকে।
এবার সেই দলে যোগ দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক এলিস্টার। আর্জেন্টাইন মিডফিল্ডের এই তারকা বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সরাসরি ধন্যবাদ জানিয়েছেন। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগের ফেসবুক পেইজে এক ভিডিওতে এই ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রাইটনের হয়ে খেলা ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার।
বাংলাদেশের পাশাপাশি ভারতের আর্জেন্টিনা সমর্থকদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ম্যাক এলিস্টার।