করোনাভাইরাসে আক্রান্ত বুন্দেসলিগার তিন ফুটবলার
করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেও ঠেকানো যাচ্ছে না প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করনো আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। এই তালিকায় এবার যোগ হলো বুন্দেসলিগার তিন ফুটবলারের নাম।
বুন্দেসলিগার দল এফসি কোলনের তিনজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার খেলোয়াড় ও কোচিং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করে কোলন। এরপর ক্লাব কর্তৃপক্ষ তাদের তিনজন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানায়।
করোনা আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করেনি কোলন। আক্রান্ত তিন ফুটবলারকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে ক্লাবটি।
তিনজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হলেও কার্যক্রম থামিয়ে রাখেনি কোলন। এখনও অনুশীলন চালিয়ে যাচ্ছে জার্মান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ক্লাবটি।
জার্মানিতে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৭৩৬। এখনও ৪০ হাজার ৪৮০জন করোনা আক্রান্ত রোগী কঠিন সময় পার করছেন। এরমধ্যে ২ হাজার ১০২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এতকিছুর মাঝেও গত মাসের শুরুর দিকে অনুশীলন শুরু করে বুন্দেসলিগার দলগুলো। মাঠের খেলা কবে শুরু হবে, সেটা না জানলেও নিজেদের প্রস্তুত রাখতে করোনার মাঝেই অনুশীলন শুরু করে ক্লাবগুলো। বুন্দেসলিগা কবে মাঠে ফিরবে, সেটা আগামী সপ্তাহের মধ্যে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।