ডেপের কাছে বিখ্যাত 'ওলভেরাইন' চরিত্রটি হাতছাড়া হতে যাচ্ছিল হিউ জ্যাকম্যানের!
দুই দশক আগে 'এক্স-মেন' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত 'ওলভেরাইন' চরিত্রটিতে নিজেকে প্রতিষ্ঠা করেন অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি জ্যাকম্যানকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল। আর 'ওলভেরাইন' রূপে তার যাত্রা সর্বশেষ অভিনয় ছিল ২০১৭ সালের 'লোগান' সিনেমায়। কিন্তু আপনি কি জানেন, অল্পের জন্য এই বিখ্যাত চরিত্র এবং সেই সাথে মিলিয়ন মিলিয়ন ডলারও হাতছাড়া হতে যাচ্ছিল হিউ জ্যাকম্যানের? আর তাও কিনা 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা জনি ডেপের কাছে!
হিউ জ্যাকম্যান অভিনীত উলভারিন যে মার্ভেলের ইতিহাসে অনবদ্য একটি চরিত্র হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তবে অভিনেতাকে এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার আগে আরও কয়েকজন অভিনেতার কথা বিবেচনা করা হয়েছিল। অন্যরা সফল না হলেও জনি ডেপের এই ছবিতে অভিনয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।
সিনেমাব্লেন্ড এর দেওয়া তথ্যমতে, জনি ডেপ প্রযোজক-পরিচালকের সবচেয়ে পছন্দের একজন ছিলেন এই চরিত্রের জন্য। যদিও দর্শকদের অনেকেই হয়তো হিউ জ্যাকম্যানকেই 'ওলভেরাইন' হিসেবে পারফেক্ট মনে করেন। তবে শেষ পর্যন্ত প্রস্তাবটা হিউ জ্যাকম্যানের ঘরেই গিয়েছে এবং তা লুফে নিতে দেরি করেননি অভিনেতা।
উল্লেখ্য যে, জনি ডেপ ছাড়াও 'জন উইক' অভিনেতা কিয়ানু রিভস এবং 'দ্য ইনক্রেডিবল হাল্ক' এর এডওয়ার্ড নর্টনের নামও উঠে এসেছিল 'ওলভেরাইন' চরিত্রের জন্য।
কিন্তু এখন সেসব অতীত। এখন দর্শকরা শুধুই কল্পনা করতে পারেন যে, জনি ডেপকে 'ওলভেরাইন' রূপে কেমন দেখাতো, কিংবা কিয়ানু রিভসকে! আর যারা এখনো জানেন না, তাদের সুবিধার্থে জানানো যে- এই চরিত্রটিতে অভিনয়ের জন্য হিউ জ্যাকম্যান মোট ১০০ মিলিয়ন ডলার আয় করেছেন।
আসন্ন 'ডেডপুল ৩' ছবিতে আবারও 'ওলভেরাইন' চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যানকে। সেই সঙ্গে ছবিতে ফিরছেন রায়ান রেনল্ডসও।