ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে এখন তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম জানান, ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। এর মধ্যে গত কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।
ডা. জাফরুল্লাহ এখন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব:) অধীনে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে জাহাঙ্গীর আলম তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
জাহাঙ্গীর আলম বলেন, 'আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা। এই মূহুর্তে সবার দোয়া খুবই দরকার।'
ডা. জাফরুল্লাহ চৌধুরী বিখ্যাত বাংলাদেশি চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মী। তিনি ১৯৬৬ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে মেডিকেল ডিগ্রি লাভ করেন এবং পরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন তিনি লন্ডনে অস্ত্রোপচার প্রশিক্ষণে ছিলেন। যুদ্ধ শুরুর পর দ্রুত দেশে ফিরে যুদ্ধে আহতদের চিকিৎসা দিতে সহকর্মীদের নিয়ে একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিন।
১৯৭২ সালে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন ডা. জাফরুল্লাহ।
১৯৮৫ সালে তিনি বাংলাদেশের নতুন ওষুধ নীতি প্রণয়ন, অপ্রয়োজনীয় ফার্মাসিউটিক্যালস দূরীকরণ এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরো সহজলভ্য করার জন্য কমিউনিটি লিডারশিপ বিভাগে র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন।
ডা. জাফরুল্লাহ সারাজীবন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন এবং বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন। জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে অবদান রাখার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।