বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর খিলক্ষেত থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের কারণে শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন ঢাকার বিমানবন্দর সড়কের যাত্রীরা।
চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের কারণে রাস্তার পশ্চিম দিক এক লেনে সরিয়ে নেওয়ায় লা মেরিডিয়ান হোটেল থেকে জসিমউদ্দিন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে উত্তরা ও গাজীপুরগামী সড়কে ধীরগতিতে চলছে যানবাহন।
ডিএমপির গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ঢাকা থেকে টঙ্গী ও গাজীপুর অভিমুখে বহির্গামী যানবাহন অনেক ধীরগতিতে চলছে।"
"উন্নয়ন কাজের কারণে দুই লেনের রাস্তাটি সিঙ্গেল লেনে ব্যবহার করায় এমনটি হয়েছে," যোগ করেন তিনি।